সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (আজমিরীগঞ্জ-বাহুবল) আসন থেকে বিএনপির প্রতীক ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
বুধবার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন রেজা কিবরিয়া নিজেই।
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসন থেকে বিএনপির প্রতীক ধানের শীষে নির্বাচন করেছিলেন।
এদিকে বিএনপি এখনো হবিগঞ্জ-১ আসনে তাদের আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করেনি। ফলে রেজা কিবরিয়ার নাম ওই আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের অভ্যন্তরে গুরুত্ব পাচ্ছে।
রেজা কিবরিয়া এর আগে গণফোরামের সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ এবং পরবর্তীতে এর বিভক্ত অংশ আমজনতার দল–এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর বিএনপিতে যোগদান আসন্ন নির্বাচনে হবিগঞ্জ অঞ্চলে দলের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর