বরগুনা আমতলীতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে প্রায়১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১৫০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এসব জব্দকৃত জাটকা দুস্থ, এতিম ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের গোয়েন্দা শাখার কর্মকর্তা মো:মুহসিন খান।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ডে সৈকত ফিলিং স্টেশনে কোস্টগার্ডের একটি বিশেষ চেক পোস্ট অভিযান পরিচালনা করে।
জানা গেছে, অভিযান চলাকালে সৈকত ফিলিং স্টেশনের সামনে সন্দেহজনকভাবে চলাচলরত দুটি টমটম তল্লাশি করে বিপুল পরিমাণ জাটকা পাওয়া যায়। তবে জাটকার প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত মাছ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা ক্ষেএ সহকারী নয়ন ঘরামীও আমতলী থানার এসআই শহীদুলের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট নাকিব নাসিরুল্লাহ, বলেন, বাংলাদেশ কোস্টগার্ড মৎস্যসম্পদ রক্ষায় এবং অবৈধভাবে জাটকা শিকার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর