সাভার আশুলিয়ায় আবাসন চাই,দীর্ঘস্থায়ী মানবেতর অবস্থা থেকে এই স্লোগানে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন নিপিড়ীত এলাকবাসী।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ইয়ারপুর ইউনিয়নের জামগড়া সমীর প্লাজার সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী জানান,আবাসন চাই,দীর্ঘস্থায়ী মানবেতর অবস্থা থেকে দীর্ঘদিনের জলবদ্ধতা,চলাচলের অনুপযুক্ত সড়ক ও জনপথ,বিপর্যস্ত শিক্ষা ও প্রতিষ্ঠান,পরিবেশ দূষণ, শিল্পকারখানা, ব্যবসা বানিজ্য,হাটবাজার সহ ধ্বংস প্রায় সবকিছু। কিন্তু অন্ধ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে থাকে,যার কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হতে হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় এ সমস্যা দিন দিন বাড়ছে। এসময় তারা দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং রাস্তা সংস্কারের দাবি জানান স্থানীয় প্রশাসনের প্রতি। অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন উপস্থিত এলাকাবাসী।
এসময় মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন,স্থানীয় ব্যবসায়ী লায়ন আবু শহীদ ভুঁইয়া, লায়ন কে এম আকতার হোসেন, ইঞ্জিনিয়ার লায়ম মো.মোর্শেদ আলম ভুঁইয়া, মো.তোফাজ্জল হোসেন ভুঁইয়া,আশুলিয়া থানা তাঁতী দলের সহ-সভাপতি বকুল ভূঁইয়া, জামায়াতে ইসলামীর আশুলিয়া থানা কমিটির সেক্রেটারি মো.আবুল হোসেন মীর,ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মোল্লা, বিএনপি নেতা আহসানুল্লাহ ভূঁইয়া, জালাল প্লাজার মালিক হাজী সোহরাব হোসেন মীর, পরিবেশবাদী সংগঠন কাশফুল এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আকাশ মীর সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর