চট্টগ্রাম নগরের বায়েজিদের চালিতাতলী এলাকায় আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মো. ইদ্রিস নামে এক অটোরিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইদ্রিস চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ইদ্রিস আলী নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচা বাজার এলাকার মৃত ইউসুফের ছেলে।
স্থানীয়রা জানায়, চালিতাতলী এলাকায় অটোরিকশা চালানোর সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মো. ইদ্রিস আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি হাটুতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে দুপুর পৌনে ৩টার দিকে চমেক হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের দাবি, চিহ্নিত সন্ত্রাসীরা ডেকে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। নগরীর বহদ্দারহাট এলাকায় মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করার কারণে চক্ষুশূল ছিল আহত ইদ্রিস এবং তার ভাই। এর আগেও নানাভাবে হুমকি দেয়া হয়েছিল তাদের। এ ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন আহতের পরিবার।
এ বিষয়ে জানতে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জসিম উদ্দিনকে একাধিকবার কল দিলেও সাড়া পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, আহত অবস্থায় একজনকে মেডিকেলে আনা হয়েছে। তিনি ২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
এর আগে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলির ঘটনায় সরওয়ার হোসেন বাবলা নিহত হন।
এ সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন। বর্তমানে এরশাদ উল্লাহ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর