সন্ত্রাসী চাঁদাবাজি কর্মকাণ্ড যেই করুক তাকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, পুলিশ মানুষের নিরাপত্তার জন্য কাজ করছে।
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টায় সম্প্রতি ঘটে যাওয়া পুলিশের উপর হামলা এবং পুলিশ জনতার উপর গুলি করেছে এমন অভিযোগ ওঠায় বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।
এ সময় তাঁর সাথে ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মো: কামরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল দেবব্রত সরকার এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন আহমেদ।
পরিদর্শনকালে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান ও রাজবাড়ী পুলিশ সুপারের সামনেই স্থানীয় নারীরা পাট্টা ইউনিয়ন বিট অফিসার এসআই নজরুল ইসলামের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেন। একই সাথে পুলিশ তাদের উপর গুলি ছুড়েছে বলেও জানান তারা।
অপর দিকে, ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল ইসলাম বিশ্বাস কয়েকজনের নাম উল্লেখ করে বেশ কিছু অভিযোগ তুলে ধরেন। অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান সকল বিষয়ে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপার ও পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ সালাউদ্দিনকে দিকনির্দেশনা প্রদান করেন।
রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, আমরা নিজেরা ভালো হলে সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা নিজেদের মধ্যে সংঘাত পরিহার করুন, দেখবেন শান্তি ফিরে আসবে।
সম্প্রতি ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে থানায় লিখিত অভিযোগ করায় প্রকাশ্যে হাতুড়ি পেটা করা হয়েছে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমোর কুমার দাসকে। এর আগে গত শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ওই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সমোর কুমার দাসের বাড়িতে চার জন অস্ত্রধারী ডাকাত মুখোশ পরে প্রবেশ করে। বাড়ির সবাইকে জিম্মি করে ঘরের ভেতর প্রবেশ করে। এসময় ওই শিক্ষকের স্ত্রী ও ছেলে বাধা দিতে গেলে তাদের মারপিট করে।
পরে মেয়ের বিয়ে উপলক্ষে ঘরে রাখা এক লক্ষ টাকা এবং মেয়ের ব্যবহারের একটি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাত দল। আকুল মন্ডল নামের একজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর