ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার সদস্যরা ভোলা সদর উপজেলার কুঞ্জপট্টি ভেলুমিয়া বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন একজন ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশিতে তার কাছ থেকে প্রায় ১২ হাজার ৫০০ টাকার মূল্যের ২৫ পিস ইয়াবা এবং ৪ হাজার ৫০০ টাকার মূল্যের ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. হানিফ খন্দকার (পিতা: মোকলেছ খন্দকার), গ্রাম: কুঞ্জপট্টি, ডাকঘর: চন্দ্র প্রসাদ, উপজেলা: ভোলা সদর।
জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম (বিএন) জানান, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর