"পরিবেশ রক্ষা প্রত্যেকের ঈমানী দায়িত্ব, গজারিয়া বিল বাঁচাও, পরিবেশ বাঁচাও" এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়ায় বিলে কল-কারখানায় দূষিত পানি অবৈধভাবে নিষ্কাশনের প্রতিবাদে মানববন্ধন এবং গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন এনসিপি নেতৃবৃন্দ সহ এলাকাবাসী।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে আশুলিয়ার দিয়াখালী এলাকায় এনসিপি এর লিগ্যাল উইং অ্যাডভোকেট শাওনের নেতৃত্বে এই মানববন্ধন করেন তারা।
এলাকাবাসী অভিযোগ করে জানান, আশুলিয়া গজারিয়া বিল এমন একটা বিল, যেখানে হাজার-হাজার মানুষের রিঝিক জড়িত আছে। এই বিলে মানুষ জমি চাষ করাসহ বিল থেকে মাছ ধরে জীবীকা নির্বাহ করে থাকে। এই বিলের উপর প্রথমে হামীম গ্রুপ ড্রেন করে তাদের কারখানার বর্জ্য ফেলাতে থাকে। পরে এলাকাবাসী সহ আরও অনেকে এর প্রতিবাদ করলে তারা বর্জ্য ফেলানো বন্ধ করে। তবে তাদের ড্রেন লাইন ওইভাবেই পরে থাকে। এরপরে কিছু- কিছু বাসাবাড়ির মালিকরা হামীমের ড্রেন লাইনের সাথে তাদের লাইনের সংযোগ দিয়ে ময়লা পানি ফেলায়।
এতে করে একদিকে ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে ময়লা পঁচা-দূর্গন্ধযুক্ত পানিতে বিলের মাছ মরে যাচ্ছে। ফলে এলাকাবাসী দূর্বিষহ জীবন-যাপন করছেন। সেইসাথে বিভিন্ন রোগ বালাইও ছড়াচ্ছে। যাতে করে এর থেকে আমরা মুক্তি পেতে পারি সেই ব্যাবস্থার জন্য মাননীয় উপদেষ্টা ও পরিবেশ অধিদপ্তরের কাছে জোর আবেদনও করেন তারা।
মানববন্ধনে দলটির সাভার উপজেলা কমিটির সদস্য রনি সহ অন্যান্য নেতাকর্মী ও এলাকার আরও অনেকে উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর