ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানায় ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ভাঙ্গা থানা ভাঙচুরের ঘটনায় শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, “ভাঙ্গা হাইওয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় নুরুল্লাগঞ্জ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আল আমিন মীর ও কাউলিবেড়া ইউনিয়ে স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহীন মাতুব্বর।”
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার নুরুল্লাহগঞ্জ ও কাউলীবেড়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন দুটি ফরিদপুর-২ আসনে সঙ্গযুক্ত হওয়ায় ভাঙ্গা উপজেলার সাধারণ জনগণ বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ চলাকালে কিছু দুর্বৃত্তরা ভাঙ্গা উপজেলা কমপ্লেক্সে, ভাঙ্গা থানা ও ভাঙ্গা হাইওয়ে থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়।
এ ঘটনার পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
সাজু/নিএ
সর্বশেষ খবর