ভারতীয় আগ্রাসেনের বিরুদ্ধে আইনজীবীদের ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জের সোনা মসজিদ পর্যন্ত লংমার্চ শুরু হয়েছে। শুক্রবার সকালে ভয়েস অব লইয়ার্স বাংলাদেশের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়। বিকেল সাড়ে তিনটার দিকে লংমার্চটি সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে আলোচনা সভা করেন। এ সময় সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রফিক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভয়েস অব লইয়ার্স বাংলাদেশের প্রধান সমন্বয়ক এড. আশরাফ উজ জামান, লংমার্চ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এড. শাহ আহমেদ বাদল, সমন্বয়ক এড. দেলওয়ার হোসেন, এড. তাসমিন রানা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ভারত কর্তৃক ফারাক্কা, তিস্তা ও টিপাইমুখসহ বাংলাদেশের ৫৪টি নদী থেকে এক তরফা পানি ইচ্ছেমতো পানি দিচ্ছে আবার বন্ধ করছে। এতে বাংলাদেশের চরম ক্ষতি হচ্ছে। বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্তৃক প্রতিনিয়ত মানুষ হত্যা করছে। ভারতীয় বাহিনী কর্তৃক তালপট্টি অবৈধভাবে দখলে রাখা, নরেন্দ্র মোদী কর্তৃক ২৩৪ বিলিয়ন ডলার পাচারে খুনি হাসিনা ও তার দোসরদের সহযোগিতা ও আশ্রয় প্রদান করছে।
পার্বত্য এলাকাকে ভারতের করতল করার লক্ষ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে মদদ দিচ্ছে। এমনকি বাণিজ্য ভারসাম্যহীনতা ও রাজনৈতিক অবিশ্বাস এবং অভ্যন্তরীন প্রভাব বিস্তারের করছে। বক্তারা অবিলম্বে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতের সব ধরনের চক্রান্ত বন্ধ করে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করব।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর