সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের সখীপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ। আজ শুক্রবার (৭ নভেম্বর) বেলা তিনটার দিকে মাদক বিক্রির সময় উপজেলার আড়াইপাড়া গ্রাম থেকে হাতেনাতে তাকে গ্রেপ্তার করে। পুলিশ এ সময় ৫০০ গ্রাম গাঁজাসহ একটি প্যাকেট জব্দ করে। গ্রেপ্তার হওয়া আসামির নাম ইসমাইল হোসেন (৫০)। সে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার তামাট গ্রামের মৃত আজমত আলীর ছেলে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) লিবাস চক্রবর্তী বলেন, গোপন সংবাদ পেয়ে মাদক বিক্রির সময় ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল শনিবার (৮ নভেম্বর) সকালে আসামিকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর