৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালে বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। বরগুনা জেলা বিএনপির উদ্যোগে সন্ধ্যা ৭ টায় বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব। সভা পরিচালনা করেন বিএনপি নেতা হাবিবুর রহমান পান্না।
বরগুনা জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন ৭ নভেম্বর আমাদের ইতিহাসের এক গৌরবময় দিন। জাতীয় ঐক্য ও দেশপ্রেম জাগ্রত করার এই দিনটি আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করছি।” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ব থাকার আহবান জানান।
সাজু/নিএ
সর্বশেষ খবর