রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় ইউসুফ হোসেন (৩২) নামে এক মাছ ব্যবসায়ী মারা গেছেন। শনিবার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে আজমপুর বিএনএস ফ্লাইওভারের নিচে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইউসুফের বোন জামাই সাইদুল ইসলাম জানিয়েছেন, রাতে ইউসুফ আজমপুর বিএনএস ফ্লাইওভারের নিচে রাস্তা পার হচ্ছিলেন। তখন দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে চলে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেলে স্থানান্তরিত করা হয়।
সাইদুল ইসলাম আরও বলেন, ইউসুফ হোসেনের বাড়ি ময়মনসিংহের গৌরিপুর উপজেলার নোয়াপাড়া গ্রামে। তার বাবার নাম হারুন মিয়া। বর্তমানে তিনি পরিবার নিয়ে আজমপুর দেওয়ানবাড়ি এলাকায় বসবাস করতেন এবং উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় মাছের ব্যবসা পরিচালনা করতেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সর্বশেষ খবর