জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর বর্তমানে দেশে নির্বাচনী ডামাডোল শুরু হয়েছে।
একই সঙ্গে নির্বাচনকে ঘিরে এখনো ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, তাহলে এ ষড়যন্ত্রকে রুখে দিতে পারব। আমরা দলের সিদ্ধান্ত মেনে নিয়ে দল করি। এ আসনের সাধারণ জনগণ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে।
শনিবার বিকেলে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হারুন অর রশিদ।
তিনি আরও বলেন, আমরা দলের প্রতি আনুগত্য রেখে, পাংশায় মনোনয়নের ক্ষেত্রে দল যে সিদ্ধান্ত দেবে, সে সিদ্ধান্তকে স্বাগত জানাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিগত সময়ের মতো আগামীতেও দলের জন্য কাজ করবেন বলে জানান তিনি।
রাজবাড়ী জেলার পাংশায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির জনসভায় বক্তব্য শেষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি পাংশা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব রেজাউল করিম পিন্টু, শওকত সিরাজ, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মণ্ডল, শরিফুল ইসলাম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন সরদার, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর ইসলাম রোমান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, পাংশা পৌর যুবদলের আহ্বায়ক সবুজ সরদার, যুবদল নেতা মাসুদ রানা জনি, আশরাফুল ইসলাম ফরিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি রাশিদুল ইসলামসহ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল ইউনিটের নেতাকর্মীরা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর