আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী প্রচারণার ব্যানার, ফেস্টুন ও তোরণ ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ঝাড়ু মিছিল করেছেন তার কর্মী সমর্থকরা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনী পরিবেশের দাবি জানিয়েছেন এই স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী।
শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চরভদ্রাসন উপজেলায় ফরিদপুর-৪ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে এ প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের এমপি ডাঙ্গী এলাকা থেকে বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এই বিষয়ে স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী মুফতি রায়হান জামিল বলেন, ফরিদপুর-৪ (চরভদ্রাসন-সদরপুর-ভাঙ্গা) আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই লক্ষ্যে প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হয়। এরমধ্যে এক সপ্তাহ ধরে এসব ভাঙচুরের ঘটনা ঘটে।
এই ঘটনায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, বিগত নির্বাচনে এই আসনের বাইরে থেকে লোক এসে এমপি হয়েছেন। তারা কেউ এলাকার সন্তান নয়, কিন্তু আমি এই এলাকার সন্তান হওয়ার পরেও গত কয়েকদিন ধরে দুষ্কৃতকারীরা আমার গেট ভাঙচুর ও ফেস্টুন-ব্যানার ছিঁড়ে ফেলেছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাতেই আজ ঝাড়ু মিছিলের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া তিনি আরো বলেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান এবং নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মিছিলে এলাকাবাসীর পাশাপাশি শতাধিক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর