ফুলবাড়িয়া থানা পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ আবদুল্লাহ্ আল মামুন।
শনিবার (৮নভেম্বর) থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বার্ষিক পরিদর্শনে আসেন তিনি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ্ আল মামুন থানায় পৌছলে তাকে থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সালামি প্রদান করা হয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান জানান, পুলিশ সুপার থানার রেজিস্টার, মালখানা ও হাজতখানা তদারকিসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর