আমরা প্রায়শই বিমানে পাখির ধাক্কা লাগার ঘটনা শুনে থাকি, যার কারণে অনেক সময় জরুরি অবতরণ করতে হয় এবং বিমান ক্ষতিগ্রস্ত হয়। তবে এবার ভারতে দেখা গেল ব্যতিক্রমি এক ঘটনা।
একটি চলন্ত ট্রেনের উইন্ডস্ক্রিন ভেঙে সরাসরি লোকোমাস্টারের (চালক) কেবিনে ঢুকে পড়ল একটি ঈগল। এতে কাচের আঘাতে ট্রেনের চালকের কপাল কেটে যায়।
শনিবার (৮ নভেম্বর) সকালে জম্মু-কাশ্মীরের বারামুলা-বানিহাল রেলপথে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর ওই লাইনে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল।
জানা যায়, অনন্তনাগ রেলওয়ে স্টেশনে ঢোকার আগে হঠাৎ করেই ধেয়ে আসে একটি বিশাল আকারের ঈগল। তবে রেলের সামনের কাচ ভাঙলেও ইঞ্জিনসহ যাত্রীরা সুরক্ষিত রয়েছে।
রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, ঈগলটির গতি এতটাই ছিল যে চালকের সামনের কাচের বেশিরভাগটাই ভেঙে পড়ে। কাচের আঘাতে আহত হন চালক। ঘটনার পরেই ট্রেন দাঁড় করিয়ে দিতে বাধ্য হন চালক। পরে আহত অবস্থায় চালককে নিয়ে যাওয়া হয় অনন্তনাগ রেল স্টেশনে। সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
রেলের কর্মকর্তারা জানান, এ ঘটনা একেবারেই ব্যতিক্রমী। নর্দান রেল কর্মকর্তাদের কথায়, কাশ্মীরে এমন ঘটনা একেবারেই অস্বাভাবিক। এত নিচে দিয়ে ঈগলটি কেন উড়ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। আবহাওয়ার কারণ নাকি অন্য কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর