জুলাই আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যার অভিযোগে ১৩ নভেম্বর ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৯ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য জানিয়েছে।
ডিবির বিভিন্ন বিভাগ ও থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়—এর মধ্যে মিরপুর বিভাগ থেকে তিনজন, রমনা এলাকা থেকে তিনজন, সাইবার বিভাগ থেকে দুজন, মতিঝিল থেকে চারজন, ওয়ারী থেকে পাঁচজন, উত্তরা থেকে দুজন, তেজগাঁও থেকে দুজন, লালবাগ থেকে তিনজন এবং গুলশান এলাকা থেকে একজন।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—নওপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান বেপারী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবরার খান তাহমিদ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রায়হান খান আজাদ, শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এ বি এম নুরুল হক ছোটন চৌধুরী, শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ বাবলু, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য গিয়াস উদ্দিন খোকনসহ আরও অনেকে।
ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ঢাকা শহরে ঝটিকা মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টিসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এছাড়া আগামী ১০–১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও তার আশপাশের এলাকায় এবং রাজধানীর বিভিন্ন স্থানে “নিষিদ্ধ আওয়ামী লীগ” লেখা এক লক্ষ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনাও করেছিল তারা।
সাজু/নিএ
সর্বশেষ খবর