হালুয়াঘাটে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিলড়োরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হীরা মিত্রকে ময়মনসিংহ শহর থেকে ও ধারা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সিদ্দিকুর রহমানকে ধারা বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিলড়োরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হীরা মিত্র গা ঢাকা দেন।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানা পুলিশ ময়মনসিংহ শহর থেকে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর