রাজধানীর বাড্ডায় অবস্থিত বিএনপি’র কার্যালয়ে শনিবার ৯ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ সহায়তা তুলে দেন ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম। এ সময় ১৮ জন শহীদ ও আহত পরিবারের সদস্যের হাতে আর্থিক উপহার তুলে দেওয়া হয়।
ড. কাইয়ুম বলেন, বিএনপি জনগণের রাজনীতি করে, জনগণের কল্যাণে অতীতেও কাজ করেছে, ভবিষ্যতেও সে ধারা অব্যাহত থাকবে। তিনি আরও জানান, শহীদ ও আহত পরিবারের পাশে ভবিষ্যতেও দল ও নেতৃবৃন্দ নিয়মিতভাবে সহায়তা অব্যাহত রাখবেন।
ড. এম এ কাইয়ুম শহীদ পরিবারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাই যোদ্ধারা বাংলাদেশের গর্ব। তাদের ত্যাগ ও অবদান জাতি চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, এ ধরনের সহায়তা কর্মসূচি শুধু মানবিক দায়িত্বই নয়, বরং দেশের ইতিহাস চেতনা ধরে রাখার প্রয়াস।
সাজু/নিএ
সর্বশেষ খবর