ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণের পরিবেশ নির্বিঘ্ন রাখতে বহুতল ভবনের উপরের তলায় স্থাপিত ভোটকেন্দ্রগুলোর বিস্তারিত তথ্য চেয়েছে সংস্থাটি। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রতিবেদন ১৬ নভেম্বরের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ইসি কর্মকর্তা জানান, কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি বা ভোগান্তি এড়ানো, বিশেষ করে নির্বাচনে ভোটারদের নিরাপত্তা এবং সহজ প্রবেশ নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসির সিনিয়র সহকারী সচিব মো.নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে সকল বহুতল ভবনের দ্বিতীয় বা তদুর্ধ তলায় ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে এমন ভোটকেন্দ্রের তথ্য আগামী ১৬ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে হবে।
সবশেষে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা অনুযায়ী বর্তমান দেশে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর