শিশুদের সৎ, যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে জয়পুরহাট জেলা স্কাউটসের উদ্যোগে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী ৯ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৫।
স্থানীয় সার্কিট হাউস মাঠে সোমবার আয়োজিত ৫ দিন ব্যাপী কাব ক্যম্পুরীর উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের ডেপুটি চীফ ন্যাশনাল কমিশনার মাহবুবুর রহমান স্নিগ্ধ। জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম এলটি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম) কাহারুল আলম জয়, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন প্রমূখ।
৯ম জেলা ক্যাম্পুরী উপলক্ষে সকালে কাব স্কাউট শিশুদের একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। ক্যাম্পুরীতে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিশু অংশ গ্রহন করছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর