জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি তাওহিদুল ইসলামকে একদল দুর্বৃত্ত পিটিয়ে আহত করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গত ৪ নভেম্বর সকালে ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর বাজারে কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করে এবং তার মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৫ নভেম্বর আহত তাওহিদুল ইসলাম ৫ জনকে বিবাদী করে থানায় অভিযোগ দাখিল করেন।
বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে গত ৯ নভেম্বর রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর চৌরাস্তা মোড়ে ইউনিয়ন ওলামা দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সভাপতি খন্দকার আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি তাওহিদুল ইসলাম প্রমুখ। তাওহিদুল ইসলাম বলেন, গত ৩ নভেম্বর গোবিন্দপুর বাজারে কেনাকাটা করতে গেলে কিছু দুর্বৃত্ত আমার ওপর হামলা চালায়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করছে। এটি স্থানীয়ভাবে সমঝোতা করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
অপরদিকে রাতেই ইউনিয়ন ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি তাওহিদুল ইসলাম ভিডিও বার্তায় বলেন, মিথ্যা কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে উক্ত সংবাদ সম্মেলনে আমাকে জোর পূর্বক ষড়যন্ত্র মূলক ভাবে মিথ্যা বলতে বাধ্য করা হয়। আসলে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রত্যাশিত প্রার্থী মরহুম ব্যারিঃ আব্দুস সালাম তালুকদারের একমাত্র কন্যা সালিমা বেগম আরুনীর পক্ষে কর্মী সমাবেশ ও গণসংযোগে নিয়মিত অংশ নিয়ে কাজ করেছি। কেন্দ্র থেকে মনোনয়ন ঘোষনার পর দিন আমার উপর হামলা হয়। হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবী করছি।
কুশল/সাএ
সর্বশেষ খবর