যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ৭০ বছর আগে সংঘটিত এক ভয়াবহ বিমানবোমা হামলায় নিহত ৪৪ জনকে স্মরণে অবশেষে স্থাপন করা হলো স্মারক ফলক। ১৯৫৫ সালের ১ নভেম্বর যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো একটি বাণিজ্যিক যাত্রীবিমানকে বোমা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল।
ঘটনাটি ঘটে ইউনাইটেড এয়ার লাইনস ফ্লাইট ৬২৯-এ, যা ডেনভার থেকে পোর্টল্যান্ডগামী ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং তা উত্তর কলোরাডোর লংমন্ট শহরের আকাশে ভেঙে পড়ে। বিমানে থাকা সব ৪৪ জন আরোহী (৩৯ যাত্রী ও ৫ জন ক্রু) নিহত হন।
তদন্তে জানা যায়, বিমানের এক যাত্রী জন গিলবার্ট গ্রাহাম (জনপ্রিয় নামে জ্যাক গ্রাহাম) নিজ মায়ের স্যুটকেসে ডিনামাইট রেখে বোমা বিস্ফোরণ ঘটান। তার উদ্দেশ্য ছিল মাকে হত্যা করে বিমানবন্দরে কেনা জীবনবিমা থেকে অর্থ লাভ করা। গ্রাহামের মা ছিলেন বিমানের যাত্রীদের একজন।
সেসময় যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক বিমানে বোমা হামলার কোনো সুনির্দিষ্ট আইন না থাকায়, তাকে শুধুমাত্র মায়ের হত্যার অভিযোগে রাজ্য আইনে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে ১৯৫৭ সালে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এই ঘটনাই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে বিমান নিরাপত্তা ও তদন্ত প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের সূচনা করে। পরবর্তীতে বিমানবোমা হামলাকে ফেডারেল অপরাধ হিসেবে ঘোষণা করা হয়।
দীর্ঘ সাত দশক পর, নিহতদের স্মরণে কলোরাডোর পুরনো ডেনভার বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারের সামনে একটি গ্রানাইট স্মারক ফলক স্থাপন করা হয়েছে। ফলকে নিহত ৪৪ জনের নাম খোদাই করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, স্মারক উন্মোচন অনুষ্ঠানে নিহতদের কয়েকজন স্বজন উপস্থিত ছিলেন। তারা বলেন, “এত বছর পর প্রিয়জনদের জন্য একটি সরকারি স্বীকৃতি পাওয়া আমাদের জন্য গভীর তৃপ্তির।”
এই ভয়াবহ বিমানবোমা হামলা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত — যা ভবিষ্যতের বিমান নিরাপত্তা আইন ও তদন্ত কাঠামোর ভিত্তি তৈরি করেছিল।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (AP).
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর