নাটোরের সিংড়া পৌর এলাকার চলনবিল অঞ্চলের উত্তর ও দক্ষিণ দমদমা হিয়ালা বিলের শতশত কৃষিজমি থেকে কচুরীপানা অপসারণ কাজে বাঁধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
অসাধু মৎস্যজীবীদের এমন বাধার প্রতিবাদে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর দেড়টায় উপজেলা চত্বরে এ কর্মসূচি পালন করেন পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ডের ভুক্তভোগী কৃষকরা।
কৃষক শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং বাবুল হাসান বকুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, কৃষক রফিকুল ইসলাম, বুলবুল হোসেন, মুনসুর মোল্লা ও কৃষক আদনান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্ষার সময় উজান থেকে ভেসে আসা কচুরীপানা শতাধিক হেক্টর কৃষিজমিতে জমা হয়ে আছে, যা আসন্ন বোরো মৌসুমে ধান চাষের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে তারা জলার বাতা খাল দিয়ে কচুরীপানা অপসারণের উদ্যোগ নিলে কিছু অসাধু মৎস্যজীবী ও খাল দখলকারী মহল বাঁধা দেয়।
কৃষকরা অবিলম্বে কচুরীপানা অপসারণ ও খাল দখলমুক্ত করার দাবি জানান এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর