আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমাজের পিছিয়ে পরা আদিবাসী জনগোষ্ঠীরা স্বতঃস্ফূর্ত ভোট কেন্দ্রে অংশগ্রহণ ও সঠিকভাবে ভোট প্রদানের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে "ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রকল্পের " আওতায় অর্ন্তভুক্তমূলক শিক্ষা প্রকল্পের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব।
মঙ্গলবার সকাল ১১'টায় উপজেলার উচাই আদিবাসী একাডেমী কনফারেন্স রুমে পিপলস অব দি মার্জিনালাইজড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (পামডো) আয়োজনে শিক্ষা প্রকল্প ও পরিচিত সভা হয়। পামডো'র প্রতিষ্ঠাতা ডাঃ দ্বিজেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মহদোয়, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ, থানার অফিসার ইনচার্জ মোঃ নিয়ামুল হক, পামডো'র নির্বাহী পরিচালক হৈমন্তী সরকার, আইএফইএসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কানিজ ফাতেমা, স্বর্ণভূমি সংস্থার নির্বাহী পরিচালক সারাহ মারান্ডী, পামডো'র জিএম মোঃ শাহাবুর রহমান।
প্রকল্পটি সারাদেশে ১৩ টি বে-সরকারী সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট ও দিনাজপুর জেলায় পামডো ও স্বর্নভুমি এ দুইটি এনজিও আদিবাসী জনগোষ্ঠীর মহিলাদেরকে ড্যামি ভোট প্রদান প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর