আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রথম দিন ১২ টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে সংস্থাটি।
মঙ্গলবার (১১ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো.আশাদুল হক এ জানান।
তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংলাপ শুরু হবে। এদিন সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ৬ টি দল এবং দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৬ টি দলসহ মোট ১২ টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
এর আগে দুপুরে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন,,“১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হবে। কারা আসবে, কাদের আগে ডাকা হবে সেগুলো ঠিক করতে হবে। আমরা চেষ্টা করছি এ মাসের মধ্যেই মতবিনিময় কর্মসূচি শেষ করতে।”
সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত যে ৬ টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে-লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি,বাংলাদেশ কংগ্রেস,বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত যে ৬ টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে-বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম।
ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ভোটকেন্দ্র প্রস্তুতি, আইনশৃঙ্খলা মূল্যায়ন ও লজিস্টিক পরিকল্পনার কাজ শেষ করেছে কমিশন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর