দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ১৮৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বুধবার (১২ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দামে ২২ ক্যারেট হলমার্ক স্বর্ণের প্রতি গ্রাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৮৭৩ টাকা, যা ভরি হিসেবে দাঁড়ায় ২ লাখ ৮ হাজার ৩২৮ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম ১৭ হাজার ৬১ টাকা এবং ভরি প্রতি ১ লাখ ৯৮ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম ১৪ হাজার ৬২৩ টাকা এবং ভরি প্রতি ১ লাখ ৭০ হাজার ৫৫৮ টাকা। অপরদিকে, সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের প্রতি গ্রাম নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ১৬২ টাকা, যা ভরি হিসেবে ১ লাখ ৪১ হাজার ৮৩৬ টাকা হবে।
সবশেষ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। অর্থাৎ ভরিতে এবার দাম চার হাজার টাকারও বেশি বেড়েছে।
রূপার ক্ষেত্রেও নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রূপার দাম প্রায় ৪,২৪৮ টাকা, ২১ ক্যারেটের দাম প্রায় ৪,০৪৮ টাকা, ১৮ ক্যারেটের দাম প্রায় ৩,৪৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম প্রায় ২,৬০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্য কার্যকর থাকবে। পাশাপাশি স্বর্ণ ও রৌপ্যের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে বলেও জানানো হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর