রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজির বিশাল এক কাতলা মাছ। চরকর্নেশনা এলাকায় ধরা মাছটি নিলামে বিক্রি হয় ৫৫ হাজার ১০০ টাকায়।
স্থানীয় ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি কিনে কুষ্টিয়ায় বিক্রি করেন। রাজবাড়ীর পদ্মায় জেলের জালে আটকা পড়া এক কাতলা মাছ বিক্রি হয়েছে ৫৫ হাজার ১০০ টাকায়। যার ওজন ছিল ১৯ কেজি।
বুধবার (১২ নভেম্বর) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চরকর্নেশনা এলাকায় জেলে কৃঞ্চ হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে কৃঞ্চ হলদার জানান, আজ ভোরে তিনি তারদল নিয়ে পদ্মা নদীর চরকর্নেশনা এলাকায় জাল ফেলেন। পরে জাল তুলতেই দেখতে পান বড় একটি কাতলা মাছ আটকা পড়েছে। সকালে দৌলতদিয়ার চকু মোল্লার আড়তে নিয়ে ওজন দিয়ে দেখেন মাছটি ১৯ কেজি। পরে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫৩ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, পদ্মা নদীর পানি কমার ফলে এখন মাঝে মধ্যে বড় আকৃতির রুই, কাতলা, পাঙ্গাসসহ বিভিন্ন জাতের মাছ ধরা পড়ছে।
ভোরে ধরা পরা ১৯ কেজির কাতলা মাছটি একশত টাকা লাভে কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে মোট ৫৫ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর