রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১ নম্বরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে কয়েকজন এসে হঠাৎ বাসটিতে আগুন দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয় এবং পথচারীরা ছুটোছুটি শুরু করেন।
ঘটনার পরপরই শাহ আলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডিউটি অফিসার এসআই মো. রিপন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা টিম পাঠিয়েছি। এখনো বিস্তারিত জানা যায়নি, তদন্ত চলছে।”
সাজু/নিএ
সর্বশেষ খবর