ময়মনসিংহের হালুয়াঘাটে বসতঘর থেকে বাবা ও মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১২ নভেম্বর) রাতে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের পলাশতলা গ্রামে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নিহত রতনের স্ত্রী জুলেখা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃতরা হলেন- রতন মিয়া (৩৫) ও তার মেয়ে নুরিয়া খাতুন (৭)। রতন নালিতাবাড়ি খিশাকুড়ি এলাকার উমেদ আলীর ছেলে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য মৃত রতনের শ্বশুর দুলাল মিয়া ও তার স্ত্রী রেজিয়া খাতুনকে থানায় নিয়ে আসা হয়েছে।
স্থানীয়রা জানান, রতন মিয়ার স্ত্রী জুলেখা খাতুন দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী ছিলেন। আর রতন মিয়া ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। কিছুদিন আগে তার স্ত্রী ছুটি নিয়ে দেশে আসেন। কিন্তু রতন চাইতেন না তার স্ত্রী দুবাই যাক। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।
রতন ঢাকায় পোশাক কারখানায় চাকরি করলেও ছুটিতে তিনি তার শ্বশুরবাড়িতে আসতেন। বুধবার রতনের স্ত্রীর আবারও বিদেশ যাওয়ার কথা ছিল। রতন ঢাকা থেকে মঙ্গলবার শ্বশুরবাড়িতে আসেন।
হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য মৃতের শ্বশুর ও শাশুড়িকে থানায় নিয়ে এসেছি। এ বিষয়ে হালুয়াঘাট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর