মোংলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, এই সনদ বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ একটি গণতান্ত্রিক, মানবিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে।
বক্তারা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালনের জন্য একটি দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানান। একইসঙ্গে, নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করা এবং প্রতিটি নির্বাচন স্থগিত, বাতিল ও পুনঃনির্বাচনের ক্ষমতা কমিশনকে প্রদান করার আহ্বান জানানো হয়।
বুধবার সকালে মোংলার কানাইনগর মোড়ে সুজন মোংলা উপজেলা কমিটির আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুজন মোংলা উপজেলা কমিটির সভাপতি মোঃ নূর আলম শেখ। তিনি প্রধান অতিথির বক্তৃতাও প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক নেতা আব্দুর রশিদ হাওলাদার, কাজী নজরুল ইসলাম, অসীমা সরকার, নজরুল শিকদার, মেহেদী হাসান, বৃষ্টি সরকার, মিতালী মন্ডল প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় মোঃ নূর আলম শেখ বলেন, মৌলিক অধিকারের পরিধি বাড়িয়ে খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ইন্টারনেট সেবা ও ভোটাধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করতে হবে। কর্তৃত্ববাদী শাসনের অবসানসহ একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে রাজনৈতিক দলের সংস্কৃতিতে আমূল পরিবর্তন আনার ওপর জোর দেন তিনি। এর মধ্যে গোপন ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন এবং দলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো পদপদবি না দেওয়ার বিষয়টি উল্লেখযোগ্য।
মোঃ নূর আলম শেখ আরও বলেন, রাষ্ট্র কর্তৃক দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী, পুরুষ নির্বিশেষে সকল নাগরিককে সমভাবে দেখার নীতি গ্রহণ করতে হবে রাষ্ট্রকে। পাশাপাশি, রাষ্ট্রে ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা নিরসনসহ ভিন্ন মতাবলম্বী মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের সহায়ক পরিবেশ সৃষ্টির কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সুজন-সুশাসনের জন্য নাগরিক যাত্রা শুরু করে ২০০২ সালের ১২ নভেম্বর 'সিটিজেন ফর ফেয়ার ইলেকশন' নাম দিয়ে। ২০০৩ সালে সংগঠনটি 'সুশাসনের জন্য নাগরিক' সংক্ষেপে 'সুজন' নাম ধারণ করে।
সর্বশেষ খবর