ময়মনসিংহের হালুয়াঘাটে নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় দ্রুতবর্ধনশীল সুবর্ণ রুই মাছের ফলাফল প্রদর্শনের জন্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) এর বাস্তবায়নে গাজিরভিটা গ্রামের সুবর্ণ রুই মাছ চাষী আব্দুল মজিদ খান পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর রাজিব রায়। বিশেষ অতিথি ছিলেন সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর মো: আনোয়ার হোসেন প্রমুখ।
ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর রাজিব রায় বলেন,রুই মাছের নতুন এই জাত দ্রুত বাড়ে। এটি খেতে সুস্বাদু। দেখতে লালচে ও আকর্ষণীয়। সুবর্ণ রুই মাছ মাধ্যমে অনেক চাষী লাভবান হতে পারবেন। সুবর্ণ রুই মাছ দ্রুত বর্ধনশীল এই মাছটি চাষিদের মুখে হাসি ফোটাবে। আলোচনা শেষে পুকুর থেকে সুবর্ণ রুই মাছের পোনা প্রদর্শন করা হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর