রক্ষিত এলাকা ব্যবস্থাপনা বিধিমালা-২০১৭ অনুযায়ী চাঁদপাই রেঞ্জের মোংলা, মোরেলগঞ্জ, শরণখোলা ও দাকোপ ৪ টি উপজেলার আন্ধারমানিক ইকো ট্যুরিজম স্পটে সহ-ব্যবস্থাপনা (সি এম সি) সাধারন ও নির্বাহী কমিটি গঠন হয়েছে।
বুধবার সকাল ১১ টায় আন্ধারমানিক ইকো ট্যুরিজম স্পটে সহ-ব্যবস্থাপনা কমিটির কাউন্সিলরদের মতামতের মাধ্যমে সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
চাঁদপাই রেঞ্জ আওতাধীন আন্ধারমানিক ইকো ট্যুরিজম স্পটে সহ-ব্যবস্থাপনা সাধারণ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি'র সভাপতিত্বে এবং সদস্য সচিব সুন্দরবন পূর্ব বন বিভাগের সহকারী বন সংরক্ষক দ্বীপন চন্দ্র দাস'র সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির প্রশাসনিক কর্মকর্তা সেক্সপিয়ার বালা।
প্রথম অধিবেশনে বক্তব্য শেষে বিগত কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন পূর্ব বন বিভাগের সহকারী বন সংরক্ষক দ্বীপন চন্দ্র দাস।
দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মধ্যে কোন প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মোঃ ফারুক হোসেন হাওলাদার সভাপতি, মোঃ নুরুল ইসলাম মৃধা-সহ-সভাপতি ও তাপসী পাইক-সহ-সভাপতি (নারী) ও কোষাধ্যক্ষ মোঃ মারুফ হাওলাদার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। এসময় দু'বছর মেয়াদী চাঁদপাই রেঞ্জ এর সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে পদাধিকার বলে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দ্বিপন চন্দ্র দাস।
অন্যান্যদের মধ্যে সুন্দরবন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রেজাউল করিম মৃধা, চিলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শিপ্রা হালদার, পরিবেশ কর্মী সুন্দরবন রক্ষায় আমরা'র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, মোংলা টি এ ফারুক স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু সাইদ, উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রানী সম্পদ কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, ঢাংমারী স্টেশন অফিসার , অফিসার ইন-চার্জ করমজল, স্টেশন অফিসার চাঁদপাই, স্টেশন অফিসার জিউধরা, স্টেশন অফিসার ধানসাগর, পুলিশ বিভাগের প্রতিনিধি, বিডিআর/ কোস্টগার্ডের প্রতিনিধি, নবপল্লব ও সুশীলন প্রকল্পের কর্মকর্তাগন, সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য, র্যাব, বিজিবি, নৌপুলিশ, মোংলা থানা পুলিশের প্রতিনিধি, চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা সাধারন ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর