সবুজ শক্তির প্রসার ও টেকসই কৃষি ব্যবস্থার লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় অ্যাগ্রিভোলটাইকস বা কৃষিবিদ্যুৎ অন্তর্ভুক্তির দাবিতে নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি গ্রামে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এই সমাবেশের আয়োজন করে KASMAS (Kandivita Samaunnayon Mahila Samity), কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)। প্রচারণার মূল লক্ষ্য ছিল বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি নীতিতে অ্যাগ্রিভোলটাইকস ব্যবস্থার ব্যবহার বৃদ্ধি করা এবং দেশের Integrated Energy and Power Master Plan (IEPMP)-এ এটি অন্তর্ভুক্ত করা।
বিশেষজ্ঞদের মতে, অ্যাগ্রিভোলটাইকস প্রযুক্তিতে একই জমিতে কৃষি ও সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব, ফলে কৃষকরা ফসল উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারেন। এতে একদিকে কৃষকদের আর্থিক স্থিতিশীলতা বাড়ে, অন্যদিকে জমির উৎপাদনশীলতা ও পরিবেশের ভারসাম্য বজায় থাকে।
কসমস এর নির্বাহী পরিচালক মেহেনাজ পারভীন মালা বলেন, কৃষি ও শক্তির সমন্বয় নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় কৃষিবিদ্যুৎ (Agri-Voltaics) অন্তর্ভুক্তি এখন সময়ের দাবি। সৌর প্যানেলের নিচে ছায়া থাকার কারণে মাটির আর্দ্রতা ধরে রাখা সহজ হয়, যা ফসল উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখে। এই ব্যবস্থা জমির গরম হওয়া কমায়, তাপপ্রবাহের ক্ষতি থেকে ফসলকে রক্ষা করে এবং কার্বন নিঃসরণ হ্রাসে সহায়তা করে।
কৃষকরা মনে করেন, কৃষিবিদ্যুৎ ব্যবস্থাকে নেট মিটারিং নীতিতে অন্তর্ভুক্ত করা হলে কৃষকরা নিজেদের ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবেন, যা বিদ্যুৎ বিল সাশ্রয় ও অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করবে।
এই প্রচারণায় অংশ নেন সাংবাদিক, সুশীল সমাজের সদস্য, কৃষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। অংশগ্রহণকারীরা নবায়নযোগ্য শক্তি নীতিতে কৃষিবিদ্যুৎ অন্তর্ভুক্তির দাবি জানিয়ে বলেন, এটি জলবায়ু ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের পথে বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আয়োজকদের মতে, এই উদ্যোগ দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর