নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সরকারপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি ও বিভিন্ন সুবিধাজনক পদে পদায়নের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্রদল।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মো. সাব্বির হোসেন শান্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক মো. আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে নোবিপ্রবি ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট সংখ্যক ছাত্রলীগ ও ফ্যাসিবাদী সরকারপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্বহাল ও পদায়নের চেষ্টা চলছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। তাঁরা এর তীব্র প্রতিবাদ জানান। তাঁরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় শিক্ষক-কর্মকর্তা নিয়োগ ও পদায়ন বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিপন্থী। বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবিও জানান তাঁরা।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর