খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নুনছড়ি চৌধুরী পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক পিএসসি'র উপস্থিতিতে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় দীঘিনালা জোনের এ্যাডজুটেন্ট আব্দুল্লা আল-আজমীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মো. শাইকুদ্দিন সাকলাইন দুই শতাধিক পাহাড়ি ও বাঙ্গালিদের সকল শ্রেণীর মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করেন।
দুর্গম এলাকার মানুষ সেনাবাহিনীর এমন উদ্যোগে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। স্থানীয় উপজাতি জনগোষ্ঠী ও গ্রামবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সেনাবাহিনী সবসময় পাহাড়ের মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মেডিক্যাল ক্যাম্প আরও আয়োজনের আহ্বান জানান।
খাগড়াছড়ি অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর