বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেকমন্ত্রী ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে দলীয় মনোয়নপ্রাপ্ত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুকে পথে পথে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিরাজগঞ্জ কড্ডা মোড় থেকে শহরের ট্রাক টার্মিনাল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় জুড়ে হাজার হাজার নেতাকর্মীকে তাকে গনসংবর্ধনা দেন। কড্ডামোড়ে কামারখন্দ উপজেলা ও সয়দাবদা ইউনিয়ন বিএনপি, কাদাইবাজারে থেকে মিরপুর ওয়াপদা পর্যন্ত কালিয়া হরিপুর, শিয়ালকোল, বহুলী, খোকশাবাড়ী ও মিরপুর ওয়াপদায় জেলা যুবদল রাস্তার দুপাশে দাঁড়িয়ে সংবর্ধনা প্রদান করেন। এরপর সন্ধ্যা ৬টার দিকে শহর বিএনপি রেলগেট ট্রাক টার্মিনালে গণসংবর্ধনার দেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে টুকু বলেন, আমি সিরাজগঞ্জবাসীর ভালবাসায় সিগ্ধ। বেগম খালেদয়া ও তারেক রহমান আমাকে দুটি কারনে ধানের কারনে ধানের শীষ দিয়েছেন। প্রথমক কারন দেশকে রক্ষা করা এবং দ্বিতীয় কারন সিরাজগঞ্জবাসীর সেবা করা। আমি দুটোই অক্ষরে অক্ষওে পালন করব।
তিনি বলেন, জামায়াত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কিন্তু জনগনের চাহিদা অনুযায়ী আগামী ফেব্রুয়ারীতেই নির্বাচন হবে। তিনি জামায়াতের কার্যক্রমকে মোনাফেক উল্লেখ করে বলেন, যাদের প্রতিষ্ঠাতা মওদুদী আল্লাহর নবীদেরও পাপ রয়েছে বলে মন্তব্য করেন তাদের দল কখনো ইসলামী দল হতে পারে না। জামায়াত বাংলাদেশের ধর্মপ্রান মানুষকে মিথ্যা ধর্মের প্রলোভন দেখাচ্ছে। এ থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে। টুকু বলেন, জামায়াত ৭১’র স্বাধীনতা যুদ্ধে বিরোধীতা করেছিল। আমাদের মা-বোনদের পাকিস্তানীদের হাতে তুলে দিয়ে বলেছিল আমাদের মান বোনরা নাকি তাদের হক। আর পাকিস্তানীদের আমাদের মা বোনকে ধর্ষন এবং লাখো মানুষকে হত্যা করেছিল। ধর্ম ব্যবায়ী, প্রতারক ও মোনাফেক জামায়াতকে প্রতিহত করতে হবে। গন সংবর্ধনায় জেলার সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর