রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবিতে আমরণ অনশন করা তারেক জিয়া পরিষদের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোমিনুল আমিনের সাথে একাধিক কর্মসূচিতে পাংশা-কালুখালিতে ছিলেন।
সম্প্রতি রিয়াজুল অনশন করায় মোমিনুল আমিনের সাথে অনুষ্ঠানের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ছে। এ নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন ফেসবুক ব্যবহারকারীরা। জোর গুঞ্জন চলছে যে, রাজবাড়ী-২ আসনে বিএনপি জোটের মনোনয়ন পেতে পারেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোমিনুল আমিন। তার পর থেকেই রিয়াজুল অনশনে বসেন। বর্তমানে রিয়াজুল পাংশা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এনডিএম-এর মহাসচিব মোমিনুল আমিনের একান্ত সচিব শেখ ফরিদ বলেন, অনশনরত রিয়াজুল আমাদের সাথে একাধিক কর্মসূচি পালন করেছেন, আমাদের নেতার থেকে আর্থিক সুবিধা নিয়েছেন। সম্প্রতি আরও বেশি সুবিধা না পেয়ে তিনি এমন অনশনে বসছেন বলে আমাদের ধারণা।
তিনি আরও বলেন, আমার নেতা মোমিনুল আমিন দীর্ঘসময় ধরে আওয়ামী লীগের জুলুম-নির্যাতন, হামলা-মামলা সহ্য করে রাজপথে বিএনপির সাথে আন্দোলন করেছেন। জোটের প্রার্থী হিসেবে তারেক জিয়ার দেওয়া ধানের শীষের প্রার্থী তিনি হবেন বলে আমরা বিশ্বাস করি।
২৩৭ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলেও জোটের শরিকদের জন্য কিছু আসন ফাঁকা রেখেছে। রাজবাড়ী-২ সংসদীয় আসন তার মধ্যে অন্যতম। একের পর এক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এই আসন নিয়ে। গত ৩রা নভেম্বর বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় যে ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে, এরমধ্যে এই আসনটি অন্যতম।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোমিনুল আমিন রাজবাড়ী-২ আসনে বিএনপি জোটের মনোনয়ন পেতে পারেন। বিএনপি এই আসনে নিজস্ব প্রার্থী দিচ্ছে না বলেই জানা গেছে। ফলে জোটের একক প্রার্থী হিসেবে মোমিনুল আমিন ধানের শীষ প্রতীক নিয়ে প্রচারে নামবেন।
শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে আনুষ্ঠানিক ঘোষণা কিছু দিনের মধ্যেই আসবে বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত জানিয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর