অভিভাবকদের মাঝে শিক্ষার মান উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শিরট্টি মহাবিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে কলেজ অডিটরিয়ামে আয়োজিত "শিক্ষার মান উন্নয়ন " শীর্ষক মা সমাবেশে সভাপতিত্ব করেন শিরট্টি কলেজের অধ্যক্ষ মো: শাহজাহান আলী।
শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টি নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক মো: ইউসুফ আলী সরকার, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো: রেজাউল করিম ও ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুস সবুর শাহ। অভিভাবকদের মধ্যে অনেকেই তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর