গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ চিহ্নিত করতে করণীয় বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে দেওয়া ওই পোস্টে তিনি বিভিন্ন স্থানে নজরদারি ও প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান।
তিনি লিখেছেন,
১. নিজের ভবন বা ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া দেখলে মালিকপক্ষ বা প্রশাসনকে জানাতে হবে।
২. মেসে নতুন কেউ এলে তার খোঁজ নিতে হবে।
৩. রিকশা, অটো ও সিএনজি গ্যারেজে যারা রাতে থাকে, তারা প্রকৃত শ্রমিক কি না তা নজরে রাখতে হবে।
৪. নির্বাচনের আগ পর্যন্ত প্রতিটি মোড়ে বাস ও পথচারী তল্লাশি করতে হবে।
৫. অভিযানে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোকে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করতে হবে।
৬. শহরের বস্তিগুলো নজরদারিতে রাখতে হবে, কারণ সেখান থেকে লোক ভাড়া করা হচ্ছে।
৭. মাদকাসক্ত ও টোকাই নিধন অভিযান চালাতে হবে।
৮. আবাসিক হোটেলে নিয়মিত তল্লাশি করতে হবে।
তিনি আরও বলেন, কারও অতিরিক্ত পরামর্শ থাকলে মন্তব্যে জানাতে অনুরোধ করেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর