রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় রাতভর অন্তত ছয়টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, রাত ১২টা ১০ মিনিটে পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিং করা ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটি পুড়ে যায়।
রাত পৌনে ৩টার দিকে কমলাপুর রেলস্টেশনের সামনে একটি লেগুনায়, এবং আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইলে একটি বাসে আগুন দেওয়া হয়। উভয় ক্ষেত্রেই কেউ আহত হননি।
এছাড়া রাত সাড়ে ৩টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি ট্রাকে ও ভোর পৌনে ৫টার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে একটি পিকআপভ্যানে আগুন দেওয়া হয়।
সব ঘটনায় ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তে অগ্নিসংযোগের কারণ অনুসন্ধান করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সাজু/নিএ
সর্বশেষ খবর