সিরাজগঞ্জ সদর উপজেলার বহলীতে সিরাজগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলামের মোটরসাইকেল বহরের একটি মোটরসাইকেল চাপায় মনোয়ারা বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আরো এক নারী আহত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর বহুলী-ছোনগাছা আঞ্চলিক সড়কের বহুলী বাজারের একশগজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম বহুলী নতুন পাড়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী। আহত তাহমিনা খাতুনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের মেয়ে জামাতা পাপ্পু মন্ডলসহ স্বজনরা জানান, খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মনগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতের প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম মিটিং করেন। মিটিং শেষে গাড়ী বহর নিয়ে শহরের দিকে আসছিলন। একই সময়ে তার শ্বাশুড়ী মনোয়ারা বেগম ও তাহমিনা খাতুন দোকান থেকে সদাই নিয়ে বহুলী সড়কের পাশ দিয়ে হেটে বাড়ী যাচ্ছিল। এ অবস্থায় বহরের পিছনে থাকা একজন জামায়াত কর্মী মোটরসাইকেল দ্রুতগতিতে চালিয়ে আসছিল।
কিন্তু রাস্তা একটু খারাপ হওয়ায় ওই জামায়াত কর্মী রংসাইডে এসে সরাসরি দুজনকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুত্বর আহত হয়। হাসপাতালে নেয়ার পথে মনোয়ারা খাতুন মারা যায় আর তাহমিনা খাতুন হাসপাতালে ভর্তি রয়েছে। সংবাদ খোকশাবাড়ী জামায়াত নেতা হাসপাতালে এসে খরচ বহন করার কথা বললেও মারা যাবার সংবাদ শুনে সটকে পড়েছে।
এ বিষয়ে সদর থানার এসআই শহিদুল ইসলাম জানান, মরদেহের সুরুতহাল প্রতিবেদন করা হয়েছে। তবে নিহতের পরিবারের অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর