জামালপুরের সরিষাবাড়ীতে বিশেষ ক্ষমতা আইনে গত ৪৮ ঘন্টায় উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগের ৩ জন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম রাশেদ। বিশেষ অভিযানে বুধবার (১২ নভেম্বর) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী কৃষকলীগের সভাপতি দুলাল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের প্রসাদপুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সহ সভাপতি হারুন অর রশিদকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রোমানকে গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানাগেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর