ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে শৃঙ্খলা ধরে রাখতে ও ড্রাইভারদের আইন মেনে গাড়ি চালানোর বিষয়ে সচেতন করতে সড়ক ও জনপদ বিভাগের সহযোগিতায় ট্রাফিক নিরাপত্তা প্রচারণা চালিয়েছে সড়কটির নিরাপত্তার দায়িত্বে থাকা কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান দিনব্যাপী এই সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ড্রাইভার ও যাত্রীদের সিট বেল্ট বেঁধে চলাচল করা এবং স্পিড লিমিট মেনে গাড়ি চালানোর জন্য পরামর্শ দেয়া হয়।
সচেতনতামূলক কার্যক্রমে অন্যান্যের মধ্যে সড়ক ও জনপদের ঢাকা জেলা অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম আজাদ রহমান, নারায়ণগঞ্জ সার্কেলের তত্ত্বাবধায় প্রকৌশলী ডঃ মুহাম্মদ নাজমুল হক, মুন্সিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমনসহ এক্সপ্রেসওয়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এন-৮ কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিল।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর