সাক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। সবুজ, ন্যায্য ও সমতাপূর্ণ বিশ্বের দাবি জানান জলবায়ু যোদ্ধারা।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ইয়ূথ হাবের আয়োজনে যুবজলবায়ূ যোদ্ধো, স্বদেশ সংস্থাসহ বিভিন্ন এক্টিভিস্ট অংশগ্রহণ করেন।
তরুণরা বিভিন্ন রঙিন ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে জলবায়ু ন্যায়বিচারের জন্য তাদের কণ্ঠকে জোরালো করে তোলে এবং জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের পাশাপাশি সবার জন্য সবুজ, সমতাপূর্ণ, ন্যায্য ও টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে জীবাশ্ম জ্বালানি থেকে বিনিয়োগ সরিয়ে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ স্থানান্তরের দাবি জানায়। একই সাথে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের কাছ থেকে ন্যায়বিচার-কেন্দ্রিক পদক্ষেপের দাবি জানায়।
তারা আরো জানান, বৈশ্বিক জলবায়ু আলোচনা এবার ব্যর্থ হওয়া উচিত নয়। সম্মিলিতভাবে কাজ করার ফাঁকা প্রতিশ্রুতি থেকে বেরিয়ে এসে সুনির্দিষ্ট ন্যায়বিচার-কেন্দ্রিক পদক্ষেপ গ্রহণ এবং বৃহত্তর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
উল্লেখ, গত (১০ নভেম্বর) জাতিসংঘের ৩০তম জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩০। ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হচ্ছে। দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশসহ বিশ্বের ১৫০টি দেশ।
এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অর্থায়ন সংক্রান্ত বিষয়ে উন্নত দেশগুলোর দায়িত্বশীল পদক্ষেপ নিশ্চিত করা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর