ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ইজারাদার মেসার্স মনির এন্টারপ্রাইজ-এর মুন্সিগঞ্জ সদর ভাষানচর বালুমহলের উপর চাঁদপুর অঞ্চলের নৌ-প্রশাসন কর্তৃক বারবার হয়রানি এবং সন্ত্রাসী ও ষড়যন্ত্রমূলকভাবে সরকারি রাজস্ব বন্ধের পায়তারার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১২/১১/২০২৫ তারিখে মতলব উত্তর থানা, চাঁদপুরে ষড়যন্ত্র ও হয়রানি মূলক মিথ্যা মামলায় ভাষানচর বালুমহল পরিচালনাকারী মেসার্স সূচনা এন্টারপ্রাইজ-এর মালিক মোঃ গোলাম কিবরিয়া মিয়াজীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ ১৪/১১/২০২৫ সকাল ১০:৩০ ঘটিকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ব্যবসায়ী সমাজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে মেসার্স সূচনা এন্টারপ্রাইজ-এর সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুল করিম মজুমদার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, মেসার্স মনির এন্টারপ্রাইজ ও সূচনা এন্টারপ্রাইজের আয়োজনে আজকের এই সংবাদ সম্মেলনে আমরা জানাচ্ছি যে গত ১৮ই মে ২০২৫ তারিখে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক ৬ কোটি ৫০ লক্ষ টাকার মূল্যে ভাষানচর বালুমহল মনির এন্টারপ্রাইজ-এর নামে ইজারা পায়। সরকার কর্তৃক ইজারাকৃত মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার ভাষানচর বালুমহলটি বুঝিয়ে পাওয়ার পর থেকে একটি সন্ত্রাসী গোষ্ঠী এবং ব্যবসায়িক প্রতিপক্ষ চাঁদপুর অঞ্চলের নৌ-প্রশাসনকে ভুল তথ্য দিয়ে বারবার হয়রানি ও বালুমহলটি বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই বিষয়টি মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের নিকট অভিযোগ করার পরেও তাদের হয়রানি বন্ধ হচ্ছে না। মহল পরিচালনাকারী প্রতিষ্ঠান সূচনা এন্টারপ্রাইজ-এর কর্মকর্তা-কর্মচারীদের উপরে প্রায় সময়ে সশস্ত্র অবস্থায় হামলা চালানো হচ্ছে। বালুমহলে থাকা ড্রেজার ও বাল্কহেডের উপর হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। এতে তাদের কোম্পানি ও বাল্কহেড ড্রেজার ব্যবসায়ীরা মারাত্মকভাবে জানমালের ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, ইজারাকৃত সরকারি রাজস্ব সরকারের কোষাগারে জমা দানে তারা মারাত্মকভাবে বাঁধার সম্মুখীন হচ্ছেন। গত ১২ই নভেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকার সময়ে বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর জোনের একটি টহল টিম মোহনপুর, মতলব উত্তর লঞ্চঘাট সংলগ্ন থেকে একটি স্পিডবোর্ডে অবস্থান করা পাঁচজন ব্যক্তিকে সন্দেহমূলকভাবে আটক করে, যা তাদের বালুমহলের সীমানার কয়েক কিলোমিটার বাইরে। আটককৃত ব্যক্তিদের নামে মতলব উত্তর থানা, চাঁদপুরে ১২/১১/২০২৫ তারিখে কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের সদস্য সানোয়ার হোসেন (৪৭) পিও এফসি-অন একটি মামলা রুজু করেন। উক্ত মামলায় ভাষানচর বালুমহল, মুন্সিগঞ্জ-এর পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স সূচনা এন্টারপ্রাইজ-এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব গোলাম কিবরিয়া মিয়াজীকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়, যাতে তারা গভীর উদ্বেগ ও জোর প্রতিবাদ জানাচ্ছেন।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সমাজ দাবি জানান, তারা বালুমহল পরিচালনাকালীন সময়ে সরকারি সকল রাজস্ব পরিশোধ করে ও ইজারার সকল শর্ত মেনে পরিচালনা করছেন। তারা মনে করেন, সরকারি রাজস্ব পরিশোধের ব্যাঘাত ঘটানোর জন্য কিবরিয়া মিয়াজীর ব্যবসায়িক প্রতিপক্ষের ষড়যন্ত্রে মিথ্যা ও বানোয়াট মামলায় জনাব গোলাম কিবরিয়া মিয়াজীকে ফাঁসানো হচ্ছে। এটি নিছক তাকে ব্যবসায়িক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। দুঃখের বিষয়, চাঁদপুর অঞ্চলের বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক আটককৃত পাঁচজন ব্যক্তিকে নিয়ে সংবাদ সম্মেলনে তারা লক্ষ্য করেছেন জনাব কিবরিয়া মিয়াজীকে ‘কুখ্যাত নৌ ডাকাত’ হিসাবে কয়েকবার উল্লেখ করা হয়েছে, যা একটি সুশৃঙ্খল বাহিনীর কাছ থেকে তারা প্রত্যাশা করেন না। তাই তারা সুনির্দিষ্টভাবে বিষয়টি তদন্ত করে কোস্টগার্ড কর্তৃক বক্তব্যটি প্রত্যাহার এবং মিথ্যা মামলা থেকে গোলাম কিবরিয়া মিয়াজীর নাম প্রত্যাহারের জোর দাবি জানান।
তারা আরও বলেন, মোহনপুরে পাঁচজন ব্যক্তিকে আটক করার সময়ে জনাব কিবরিয়া মিয়াজী ঐ এলাকায় বা তার আশেপাশে অবস্থান ছিলেন না। কিন্তু তারপরেও এই নিরহ নিরপরাধ ব্যক্তিকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে তার ব্যবসায়িক প্রতিপক্ষরা সোশ্যাল মিডিয়া ও এলাকায় উল্লাস করছে। তাই তারা মনে করেন এটি একটি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিরহ ব্যবসায়ী জনাব কিবরিয়া মিয়াজীর উপরে জুলুম ও মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। তারা অবিলম্বে আপনাদের মাধ্যমে জনাব কিবরিয়া মিয়াজীকে জড়িয়ে কোস্টগার্ড কর্তৃক হয়রানিমূলক বক্তব্য ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর