আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানাকে জয়ী করতে তৃণমূলে মহিলা ভোটারদের মাঝে বেড়েছে ব্যাপক প্রচারণা। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ১নং ওয়ার্ড সুকানদিঘি এলাকায় মোজাম্মেল মাস্টারের বাড়ি এবং ২নং ওয়ার্ড ডাকনিরপাঠে জয়নাল আবেদীনের বাড়িতে অনুষ্ঠিত হয় নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক। প্রায় ৪ শতাধিক নারী ভোটারের উপস্থিতিতে উঠোন বৈঠকটির মাধ্যমে এলাকাজুড়ে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ে।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা’র সহধর্মিণী ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সদস্য মোছাঃ শামিমা রহমান আপন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হক,উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান আকাশ,ভূরুঙ্গামারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রাশেদা বেগম প্রমূখ।
উঠোন বৈঠকে বক্তারা বলেন- গত ১৭ বছর মানুষ শুধুই প্রতিশ্রুতি শুনেছে, বাস্তবায়ন দেখেনি। রানা ভোটে জিতেও ক্ষমতাসীনদের কারণে ফল পায়নি। তারা আরও দাবি করেন, এবারের নির্বাচন হবে তরুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের ভোট। শামিমা রহমান আপন বলেন, "বেহেশতের টিকিট ভোটে নয়-আমলে"। প্রার্থীর সহধর্মিণী শামিমা রহমান বলেন- জামায়াত এখন বেহেশতের টিকিটের কথা বলে ভোট চাইছে। কিন্তু বেহেশতে যাইতে হলে নামাজ, রোজা, হজ্জ-যাকাতের প্রয়োজন- কোনো মার্কায় ভোট দিলেই টিকিট পাওয়া যায় না। তিনি আরও বলেন- বিএনপি ক্ষমতায় গেলে এবং আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, আমি কথা দিচ্ছি এ আসনের প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে। আমার মা-বোনদের কেউ বঞ্চিত হবেন না। সে সাথে তিনি দল- মত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর