রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট সংলগ্ন পদ্মার পাড় থেকে অজ্ঞাত পরিচয়ের (৩৫) এক ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ–পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে নৌ-পুলিশ জানায়, দুপুর ২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, ব্যক্তিাটি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং গত তিন-চার দিন ধরে দৌলতদিয়া ঘাট এলাকায় ঘোরাফেরা করছিলেন। অসুস্থজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। মরদেহের এখনো কোনো পরিচয় মেলেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতদিয়া নৌ ফাঁড়ির এসআই মেহেদী হাসান অপূর্ব জানান, ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে দৌলতদিয়া নৌ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, অজ্ঞাত এ মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর