ময়মনসিংহের বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গোমরা নামক স্থান দিয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গভীর রাতে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করে।
এ সময় নালিতাবাড়ী উপজেলার পাশ্ববর্তী হলদীগ্রাম বিওপির বিজিবির টহলরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আক্তার মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করে। আটককৃত ব্যক্তি ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার গোমরা গ্রামের মৃত শাহ জালালের পুত্র। একই সাথে তার হেফাজতে থাকা ২৫৮ বোতল ভারতীয় মদ এবং ১টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয় তারা। জব্দকৃত মাদকদ্রব্য ও মোবাইলের সিজার মূল্য ৪ লাখ ১৩ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, বিজিবি মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় যে কোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর