বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ধর্ম নিয়ে রাজনীতি করা ঠিক না। কোরআনে আছে রাজনীতির উদ্দেশ্যে ধর্ম ব্যবহার করো না। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্ম ব্যবহার করলে নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি হবে এবং ধর্মকে বিতর্কিত করা হবে। যারা এটা না মেনে রাজনীতির উদ্দেশ্যে যারা ধর্ম ব্যবহার করে তারা সবচেয়ে বড় মোনাফেক। শুক্রবার সন্ধ্যার আগে নতুন ভাঙ্গাবাড়ী বিএনপি নেতা ও সাবেক কমিশনার আব্দুল কুদ্দুসের স্মরনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াতের নারীরা বিভিন্ন বাড়ীতে গিয়ে তালিম করেন। তারা যদি সঠিকভাবে কোরআন হাদিসের আলোকে তামিল করে তবে ঠিক আছে। আর যদি তামিলের নামে তাদের দলের প্রচারনা করে এবং ভোট চায় তবে সেটা ধর্মের সাথে প্রতারনা করা হবে। এর চেয়ে বড় মোনাফেকী আর কিছু হতে পারে না।
তিনি জামায়াতের উদ্দেশ্যে বলেন, উনারা বলেন ইসলাম কায়েম করেন। তাহলে কি আমরা বিএনপি ও সাধারন মানুষ মুসলমান না? আমরাতো নামাজ পড়ি, হজ¦ করি এবং আল্লাহর হুকুম কায়েম করি। জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদী বলেছে, রাসুলও মানুষ আমরাও মানুষ। সুতরাং রসুলের মনেও পাপ রয়েছে। কিন্তু তারা ভুলে গেছে রসুলের রহু আল্লাহ তায়ালা পরিস্কার করেছিলেন। সমাবেশে উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন, যারা ইসলামের নামে ধর্ম ব্যবহার করে তাদের কথায় ভুলবেন না। স্মরনসভায় জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর